কনডেনসার
(Condenser)
হিমায়ন চক্রের কুলিং কয়েলে হিমায়ক তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হয়। সে বাম্পকে পুনরায় কাজে লাগানোর জন্য কমপ্রেসর হিমারকের চাপ বৃদ্ধি করে এবং কনডেনসার তাপ দূরীভূত করে। ফলে কনডেনসার বাষ্পীয় হিমায়ক ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়। হিমায়ন চক্রের যে অংশে তাপ অপসারণের মাধ্যমে উচ্চ চাপের বাষ্পীয় হিমায়ককে তরলে পরিণত করা হয় তাকে কনডেনসার বলা হয়।
কনডেনসারের প্রকার ভেদ (Classification of Condenser)
কনডেনসারকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়ঃ
(ক) এয়ারকুন্ড
(১) ন্যাচারাল কনভেকশন টাইপ
(২) ফোর্সড কনভেকশন টাইপ
(খ) ওয়াটার কুন্ড
(১) ডাবল টিউব টাইপ
(২) শেল এন্ড কয়েল টাইপ
(৩) শেল এন্ড টিউব টাইপ
(গ) ইভাপোরেটিভ টাইপ কনডেনসার
(ঘ) এটমোসপিয়ারিক টাইপ কনডেনসার
চিত্র : আবাসিক শীতকে বসানো একটি এয়ারকুন্ড ন্যাচারাল কনভেকশন টাইপ কনডেনসার
৩.২ এয়ারকুন্ড ন্যাচারাল কনভেকশন টাইপ কনডেনসার (Natural convection Condenser)
ন্যাচারাল কনভেকশন টাইপ কনডেনসার সাধারনত ছোট ইউনিটে ব্যবহৃত হয়। আবাসিক শীতক, চেষ্ট ফ্রিজার, ছোট ওয়াটারকুলার ইত্যাদি ক্ষেত্রে যেখানে হিট লস খুব বেশি নয় এমন হিমায়ন যন্ত্রে ব্যবহৃত হয়। এ ধরনের কনডেনসার ফিনলেস বা ফিড টাইপ হতে পারে । আবাসিক শীতকে পেছনে খোলা কনডেনসার ফিপযুক্ত হয়। ইদানীং আবাসিক শীতকের বড়ির ভিতরে কনডেনসার টিউন বসানো হয় । তাতে সুবিধা হল শীতকের বড়ি গরম থাকে যাতে ঘামতে না পারে।
চিত্র : এয়ারকুন্ড ফোর্স কনভেকশন টাইপ কনডেনসার
ফোর্সড কনভেকশন কনডেনসার (Forced convection Condenser)
ফোর্সড কনভেকশন টাইপ এয়ারকুন্ড কনডেনসারের ব্যবহার ব্যাপক। উইন্ডো টাইপ এবং প্যাকেজ টাইপ এয়ারকন্ডিশনার, বড় চেষ্ট ফ্রিজার, ডিসপ্লে কেইস, আইসক্রিম ফ্যাক্টরি, ডিহিউমিডিফায়ার, আইস মেকার, ওয়াকইন কুলার, রিচইন কুলার এবং স্বল্প মেয়াদী ছোট হিমাগার ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের কনডেনসার ব্যবহৃত হয় । বেশির ভাগ ক্ষেত্রে বাণিজ্যিক হিমায়ন যন্ত্রে এ ধরনের কনডেনসার ব্যবহৃত হয়। কমপ্রেসর যে স্যাসিসে বসানো হয় সেই একই স্যাসিসে কনডেনসার বসানো হলে তাকে স্যাসি মাউন্টেড এবং স্যাসিসে না বসিয়ে অন্যত্র বসানো হলে তাকে ফোর্সড কনভেকশন রিমোট টাইপ কনডেনসার বলে।
চিত্র এয়ারকুন্ড ফোর্সড কনভেকশন রিমোট টাইপ কনডেনসার
ডাবল টিউব টাইপ কনডেনসার (Double Tube Type Condenser)
ডাবল টিউব মানে একটি টিউবের ভিতরে আর একটি টিউব থাকে । ভিতরে টিউব দিয়ে পানি এবং বাইরের টিউব দিয়ে হিমায়ক প্রবাহিত হয় অথবা বিপরীতও হতে পারে। ডাবল টিউব কনডেনসার খুব ছোট ইউনিটে ব্যবহার করা হয় । পানি প্রবাহের প্রয়োজন হয় বিধায় এ ধরনের কনডেনসারের ব্যবহার সীমিত।
চিত্রঃ ডাবল টিউব টাইম ওয়াটার কুল কনডেন্স।
শেল অ্যান্ড কয়েল টাইপ ওয়াটার কুল্ড কনডেনসার (Shell and Coil Type Water CooledCondenser)
শেল অ্যান্ড কয়েল কনডেনসারে একটি গোলাকার শেল এবং তার ভিতর এক বা একাধিক কয়েল থাকে। এখানে শেলের ভিতর রিফ্রিজারেন্ট এবং কয়েলের মধ্য দিয়ে পানি প্রবাহিত হয় । পানির এক বা একাধিক কয়েল সিরিজ বা প্যারালালে সংযোগ থাকতে পারে । এ ধরনের কনডেনসারে পানি খুব বেশি প্রবাহিত করানো যায় না। আর একটা প্রধান অসুবিধা হল যে এ ধরনের কনডেনসার পরিষ্কার করা খুবই কঠিন কাজ। রাসায়নিক পদার্থ ব্যবহার করে করেল পরিষ্কার করতে হয়। সব দিক বিবেচনা করে এ ধরনের কনডেনসারের ব্যবহার সীমিত।
চিত্রঃ শেল অ্যান্ড কয়েল টাইপ কনডেনসার
৩.৬ শেল অ্যান্ড টিউব টাইপ কনডেনসার (Shell and Tube Condenser)
শেল অ্যান্ড টিউব টাইপ কনডেনসারের মধ্যে একটি গোলাকার শেল থাকে এবং এ শেলের ভিতরে অনেকগুলো টিউব থাকে । টিউবের মাথাগুলো দুদিক থেকে দুটি এন্ড প্লেট (End Plate) শেলের সাথে নাট বোল্টের মাধ্যমে আটকানো। থাকে। এ ধরনের কনডেনসারে শেলের ভিতরে হিমায়ক আর টিউবের ভিতর পানি প্রবাহিত হয়। এ ধরনের কনডেনসারে প্রচুর পানি শেলের ভিতর বেশ কয়েকবার অতিক্রম করার পর নির্গত হয়। একই পানি যদি টিউবের মাধ্যমে। প্রবাহিত করার সময় শেলের মধ্যে চার বার অতিক্রম করে নির্গত হলে একে ফোর পাশ (Four Pass) কনডেনসার বলে । বড় বড় সেন্ট্রাল প্ল্যান্টে শেল অ্যান্ড টিউব কনডেনসার ব্যবহৃত হয়। এ ধরনের কনডেনসারের পানি ঠাণ্ডা করার জন্য কুলিং টাওয়ার ব্যবহৃত হয়। এই ধরনের কনডেনসারের ব্যবহার ব্যাপক হওয়ার কারণ দুটি। একটি হল এ ধরনের কনডেনসারে প্রচুর পরিমাণ পানি প্রবাহ করানো যায় আর অন্যটি হল কনডেনসারের এন্ড প্লেট খুলে পানি প্রবাহের টিউবগুলো সহজেই পরিষ্কার করা যায়। যে কোনও টিউব মেরামত বা বাদ দিয়ে সাময়িক ভাবে প্ল্যান্ট চালু রাখা যায়।
চিত্র : শেল অ্যান্ড টিউব টাইপ ওয়াটার কুন্ড কনডেনসার (হরাইজন্টাল টাইপ)
শেল অ্যান্ড টিউব কনডেনসারের-এ প্লেটগুলো সরিয়ে নিলেও হিমায়ক বেরোতে পারে না এবং টিউবের ভিত তাকালে অন্য দিকে খোলা দেখা যায়। তারের ব্রাশ দুদিক থেকে টেনে টিউবের ভিতরের ময়লা সহজেই পরিষ্কার করা যায় ।
চিত্রঃ শেল অ্যান্ড টিউব টাইপ ওয়াটার কুন্ড কনডেনসার
এ ধরনের কনডেনসারে যে পানি ব্যবহৃত হয় তাকে কুলিং টাওয়ারের মাধ্যমে ঠাণ্ডা করার ফলে দুটি সুবিধা পাওয়া যায়, যেমন মেশিন রুমে কনডেনসার জায়গা খুব কম দখল করে এবং একই পানি বার বার ব্যবহারের ফলে পানি খুব কম লাগে ।
ইভাপোরেটিভ কনডেনসার (Evaporative Condenser)
যে সকল কনডেনসার বাতাস ও পানি উভয় দিয়েই ঠাণ্ডা করা হয় তাকে ইভাপোরেটিভ কনডেনসার বলে। যেখানে পানির স্বল্পতা কিন্তু গরম পানিকে দ্রুত ঠাণ্ডা করার দরকার সেখানে অল্প পানি ও বাতাস উভয় দিয়ে দ্রুত কনডেনসার ঠাণ্ডা করা যায়। ইভাপোরেটিভ কনডেনসার দালানের বাইরে বা ভিতরে বসানো হয়। এ ধরনের কনডেনসারের জন্য আলাদা কোনও কুলিং টাওয়ারের দরকার হয় না।
চিত্রঃ ইভাপোরেটিভ কনডেনসার
এ কনডেনসারের সুবিধা হল :
(ক) সামান্য পানি লাগে
(খ) আলাদা কুলিং টাওয়ার লাগে না ।
(গ) মেঝে, দেয়াল বাইরে খোলা স্থানে বা ছাদে বসানো যায়।
(ঘ) তরল হিমায়কের অধিক সাবকুলিং হয় ।
এটমোসফেরিক কনডেনসার (Atmospheric Condenser)
চিত্র : এটমোসফেরিক কনডেনসার
এ্যাটমোসফেরিক কনডেনসারের গঠন খুবই সহজ। এ ধরনের কনডেনসার উন্মুক্ত খোলা জায়গায় বসান হয় । এতে কোন ফ্যান বা কুলিং টাওয়ার থাকে না। সাধারনত বড় ইন্ডাসট্রিয়াল রিফ্রিজারেশন প্ল্যান্টে বসানো হয়। বেশ কয়েকটি লাইনে সারিবদ্ধভাবে বসানো অনেকগুলো টিউব থাকে। পাম্পের সাহায্যে নীচের হাউজ বা বেসিন থেকে পানি নিয়ে চাপে গ্যাস পাইপের উপর ছিদ্রযুক্ত পাইপ দিয়ে ঝর্ণার মত ছড়িয়ে দেয়া হয় । পানি উপর থেকে নীচ পর্যন্ত টিউবের ওপর পড়ে। ফলে টিউবের তাপ পানিতে এবং পানি বাতাসে দ্রুত সঞ্চালিত হয়। টেক্সটাইল মিল, আইস প্ল্যান্ট, হিমাগার, ফিস ফ্রিজিং প্ল্যান্ট ইত্যাদি হিমায়ন যন্ত্রে কনডেনসারটি ব্যবহৃত হয়। রক্ষণাবেক্ষণ খুব কম লাগে এবং সহজ বিধায় ইন্ডাসট্রিয়াল কুলিং প্ল্যান্টে ব্যাপক ব্যবহৃত হয়।
চিত্রঃ কনডেনসারের সাথে সংযুক্ত ইনডিউসড কুলিং টাওয়ারং
চিত্রঃ কুলিং টাওয়ার