About Me

My photo
Rangpur, Islam , Bangladesh

4 Oct 2022

আবাসিক রেফ্রিজারেটর দীর্ঘস্থায়ী হওয়ার উপায়।

 

👉আবাসিক রেফ্রিজারেটর (শীতক) দীর্ঘস্থায়ী হওয়ার উপায় Requirements of Longivity of Refrigerator Freezer 


(ক) চুলার কাছে স্থাপন করা যাবে না। 

(খ) রৌদ্রে স্থাপন করা যাবে না।

(গ) স্যাতস্যাতে জায়গায় স্থাপন করা যাবে না

(ঘ) আবদ্ধ ঘরে স্থাপন করা যাবে না ।

(ঙ) মেঝে থেকে একটু উঁচু স্থানে চৌকিতে বসাতে হবে। চৌকির

      মাঝে ফাঁকা থাকবে । 

(ড) গরম খাবার বা পানীয় রাখা যাবে না।

(ছ) খুব জোরে দরজা টান দেয়া যাবে না।

(জ) খুব জোরে দরজা বন্ধ করা যাবে না।

(ঝ) মাঝে মাঝে ফ্রিজের ভিতরে হালকা গরম স্যাম্পু পানি দিয়ে 

      পরিস্কার করতে হবে।

(ঞ) প্লাগ সকেট যথাযথ ভাবে লাগাতে হবে । 

(ট) দুই এম্পিয়ারের উন্নত মানের সার্কিট ব্রেকার লাইনে সংযোগ 

       করতে হবে।

(ঠ) ডোর গ্যাসকেট মাঝে মাঝে পরিষ্কার করতে হবে।

(ড) দরজা অপ্রয়োজনে খোলা বন্ধ করা যাবে না।

(চ) অতিরিক্ত মালামাল একবারে ঢুকানো যাবে না।

(ণ) ভোল্টেজ খুব বেশি বা কম হলে ভোল্টেজ স্ট্যাবিলাইজার 

        ব্যবহার করতে হবে। 

(ত) কোনও কারণে বন্ধ করলে সাথে সাথে চালু করা যাবে না। 

        অন্তত ৫ মিনিট পর চালু করা যাবে।




No comments: