👉কম্প্রেসরের টার্মিনাল কিভাবে পরিমাপ করা যায়।।
একটি রেফ্রিজারেটর মুল অংশ কম্প্রেসর। এই কম্প্রেসরের তিনটি টার্মিনাল থাকে । তিনটি টার্মিনাল কমন ও রান এবং স্টাট হয়ে থাকে । আমরা ক্লাম মিটার দিয়ে সহজেই টার্মিনাল বের করতে পারি।
👉মনে করি টার্মিনাল দয় A B ও C এখন ক্লাম মিটার ওহমসে সেট করি ।
অতঃপর মিটার দিয়ে মাপি যে দুইটা টার্মিনাল এ সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স দেখায় সেই দুইটা টার্মিনাল এর মধ্যে রানিং এবং স্টাট টার্মিনাল আছে। আমরা ABC পরিমাপ করে দেখি BC টার্মিনাল দয়ে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স দেখায় । তাহলে B ও C এর মধ্যে রানিং এবং স্টাট আছে তাহলে বাকি পয়েন্ট হলো কমন অর্থাৎ A হলো কমন পয়েন্ট।
এখন A টার্মিনাল মিটার এর সাথে ধরে একবার B পরিমাপ করি এবং C পরিমাপ করি । যেটির রেজিস্ট্যান্স কম দেখায় সেই পয়েন্ট রানিং টার্মিনাল আর যেটির মান বেশি দেখায় সেটি স্টাটিং টার্মিনাল।
আমরা দেখতে পাই
AB=10 ওহম (রানিং আছে)
AC=15 ওহম (স্টাট আছে)
BC=25 ওহম (রানিং এবং স্টাট আছে)
অতএব আমরা বলতে পারি সবচেয়ে বেশী রেজিস্ট্যান্স B ও C তে যেটার মধ্যে রানিং ও স্টাট আছে এই দুইটা বাদ দিয়ে থাকে A টার্মিনাল ঐটিই কমন পয়েন্ট।
কমন কে কেন্দ্র করে পরিমাপ করি
কম দেখায় B পয়েন্ট ঐটিই হলো রানিং পয়েন্ট।
আর যেটি অবশিষ্ট আছে C পয়েন্ট ঐটিই হলো স্টাট পয়েন্ট।
A=কমন টার্মিনাল
B= রানিং টার্মিনাল
C= স্টাটিং টার্মিনাল
No comments:
Post a Comment