About Me

My photo
Rangpur, Islam , Bangladesh

4 Oct 2022

কমপ্রেসর

 কমপ্রেসর

Compressor 


যে যন্ত্রের সাহায্যে বায়ু বা বায়বীয় পদার্থকে সংকোচন করে চাপ বৃদ্ধি করা হয় তাকে কমপ্রেসর বলে কিন্তু রেফ্রিজারেশন কমপ্রেসর ইভাপোরেটর থেকে নিম্ন চাপের বাষ্পকে টেনে নিয়ে উচ্চ চাপে ও উচ্চ তাপমাত্রায় পরিণত করে কনডেনসারে প্রেরণ করে।


 কমপ্রেসরের শ্রেণী বিভাগ (Classification of Compressors)

কমপ্রেসর বিভিন্ন ধরনের হয়:


(ক) রেসিপ্রোকেটিং কমপ্রেসর

(খ) রোটারী কমপ্রেসর

(গ) সেন্ট্রিফিউগ্যাল কমপ্রেসর

(ঘ) কমপ্রেসর

(ঙ) স্ক্রোল কমপ্রেসর


আবার ঢাকনা গ্রাত্রাবরণের দিক থেকে রেসিপ্রোকেটিং কমপ্রেসর বিভিন্ন ধরনের হয় । যেমনঃ

(ক) ওপেন টাইপ 



(খ) সিন্ড টাইপ

(গ) সেমি সিল্ড টাইপ