তাপ
প্রশ্নঃ- তাপ কি?
তাপ এক প্রকার রুপান্তরিত শক্তি যাহার প্রভাবে পদার্থের অনু পরমানু সমূহ প্রসারিত অথবা সংঙ্কুচিত হয় তাহাই তাপ। অন্যভাবে, যাহার প্রভাবে পদার্থের উষ্ণতার বা অবস্থার পরিবর্তন হয় তাহাই তাপ।
প্রশ্নঃ- তাপের উৎস কি?
তাপের প্রধান উৎস সূর্য্যকে ধরা হয়। প্রকৃত পক্ষে প্রত্যেক পদার্থ বা শক্তিই তাপের উৎস ।
প্রশ্নঃ- তাপের প্রভাব কি?
তাপ পদার্থে নিম্ন প্রভাব পরিলক্ষিত হইতে পারে।
(১) উষ্ণতার পরিবর্তন হয়। (২)অবস্থার পরিবর্তন হয়। (৩) আয়তনের পরিবর্তন হয়। (৪) ভৌত পরিবর্তন হয়।(৫) রাসায়নিক পরিবর্তন হয়। (৬) বৈদ্যুতিক পরিবর্তন হয়। (৭) রোধকের পরিবর্তন হয়, ইত্যাদি।
প্রশ্নঃ- তাপ পরিমাপের একক কি?
তাপ পরিমাপের প্রধানত তিনটি একক ব্যবহৃত হয়।
(১) বি.টি, ইউ(B.T.U) বা ব্রিটিশ থার্মাল ইউনিট।
(২) সি,এইস,ইউ (C,H,V) বা Centigrade Head Unit.
(৩) ক্যালরী Calorie.
প্রশ্নঃ- B,T,U কি?
ইহা তাপ পরিমাপের এক প্রকার একক। ব্রিটিশ এবং আমেরিকার প্রকৌশলীরা এই প্রকার তাপীয় একক ব্যবহার করেন। এক পাউন্ত বিশুদ্ধ পানির তাপমাত্রা এক ডিগ্রী ফারেনহাইট পরিবর্তন করিতে যে পরিমান তাপের প্রয়োজন তাহাকে এক বি.টি.ইউ, বলা হয়। অথবা ১/১৪৪(০.০০৬৯৫) পাউন্ড ৩২ ডিগ্রী ফাঃ এর বিশুদ্ধ বরফকে ৩২°ফাঃ এর পানিতে পরিনত করিতে যে তাপের প্রয়োজন তাহাই এক বি,টি,ইউ।
প্রশ্নঃ- CH.U. কি?
ইহা তাপ পরিমাপের এক প্রকার একক। প্রকৌশলী মহলে ইহার ব্যাপক ব্যাবহার নাই বললেই চলে। এক পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা এক ডিগ্রী সেন্টিগ্রেড (১৪.৫ ডিগ্রী সেন্টিগ্রেড হইতে ১৫ .৫ ডিগ্রী সেন্টিগ্রেড) পরিবর্তন করিত যে পরিমান তাপের প্রয়োজন তাহাকে এক সি,এইচ,ইউ বলা হয়। অথবা ১/৮০(০.০১২৫) পাউন্ড 0 ডিগ্রী সেন্টিগ্রেড এর বিশুদ্ধ বরফকে 0 ডিগ্রী সেন্টিগ্রেড এর পানিতে পরিনত করিতে যে তাপের প্রয়োজন তাহাই এক সি,এইচ ,ইউ।
প্রশ্নঃ- ক্যালরী কী ?
ক্যালরী তাপ পরিমাপের এক প্রকার একক এই প্রকার ছোট বিজ্ঞানী মহলে অধিক ব্যবহৃত হয়। এক গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা এক ডিগ্রী সেন্টিগ্রেড (১৪.৫°C হইতে ১৫.৫ ডিগ্রী সেন্টিগ্রেড) পরিবর্তন করিতে যে পরিমান তাপের প্রয়োজন তাহাকে এক ক্যালরী বলা হয়। এক হাজার ক্যালরীকে এক Frigorie (ফ্রিগরী) বলা হয়।
প্রশ্নঃ- ফ্রিগরী কি?
ইহা তাপ পরিমাপের একক ক্যালরী বৃহৎ রূপ। এই প্রকার একক ইউরোপের লেখক বৃন্দ হিমায়ন প্রকল্পের তাপ অপসারণ ক্ষমতা প্রকাশার্থে ব্যবহার করেন। ইহা ক্যালরী এর ১০০০ গুণের সমান। Joule কি? ইহা তাপ পরিমাপের এসআই ইউনিট এর একক। ইহার বাণিজ্যিক ব্যবহার নাই।
১ C.H.U = ১.৮ B.T.U. = ৪৫৩.৬ Calorie = .৪৫৩৬ Frigorie.
১ B.T.U. =.৫৬ C.H. U = ২৫২ Calorie = .২৫২ Frigorie.
১ Calorie =.008 B.T.U. = .0022 C.H.U = .001 Frigorie.
১ Frigorie = ৩.৯৬৮ B.T. U. = 2.2 C.H. U. = 1000 Calorie.
4.18 Joule = 1Frigorie = 3.968 B.T. U. = 2.2 C.H.U
প্রশ্নঃ- তাপ স্থানান্তর প্রকৃয়া কি?
তাপ নিম্ন তিনটি প্রকৃয়ায় স্থানান্তরিত হয়।
(১)বিকিরণ প্রক্রিয়া (Radiation Process)।
(২)পরিবাহী প্রক্রিয়া (Conduction Process)।
(৩)পরিচলন প্রক্রিয়া (Convection Process)।
প্রশ্নঃ- বিকিরন প্রকৃয়া কি?
ইহা এক প্রকার তাপস্থানান্তর প্রকৃয়া। এই প্রক্রিয়ার মাধ্যম ব্যতিত সরাসরি তাপস্থানান্তর হয়। যে প্রকৃয়ায় তাপ মাধ্যম ব্যতিত বা মাধ্যমের তাপমাত্রা পরিবর্তন না করিয়া সরাসরি স্থানান্তরিত হয় তাহাকে বিকিরণ প্রকৃয়া বলা হয়। সূর্য্য হতে তাপ এই প্রকৃয়ায় পৃথিবীতে আসে
প্রশ্নঃ পরিবহন প্রকৃয়া কি?
পরিবহন তাপস্থানান্তরের এক প্রকৃয়া যাহার সাহায্যে কঠিন পদার্থে তাপ স্থানান্তরিত হয়। যে প্রকৃয়ায় তাপ কঠিন পদার্থের অনুর স্থানান্তর ব্যতিত অনু হতে অনুতে স্থানান্তরিত হয় তা পরিবহন প্রকৃয়া। ধাতব দন্তের এক প্রান্ত হতে অন্য প্রান্তে এভাবে তাপ চলে ।
প্রশ্নঃ পরিচলন প্রকৃয়া কি?
পরিচলন তাপ স্থানান্তর প্রকৃয়া যাহার সাহায্যে তাপ তরল বা বায়বীয় পদার্থে স্থানান্তর হয়ে থাকে যে প্রক্রিয়ায় তাপ তরল বা বায়বীয় পদার্থে অনুর স্থান পরিবর্তনের মাধ্যমে অনু হতে অনুতে স্থানান্তরিত হয় তাহাকে পরিচলন প্রক্রিয়া বলে।
No comments:
Post a Comment