About Me

My photo
Rangpur, Islam , Bangladesh

29 Sept 2022

রেফ্রিজারেটর এর

👉 রেফ্রিজারেটর এর পাঁচ টি অংশের কাজ
১। কম্প্রেসর:-  নিম্ন চাপিয় বাস্পীয় হিমায়ক টেনে নিয়ে উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রায়  কনডেনসারে প্রেরন করাই কম্প্রেসরের কাজ।
২। কনডেনসার:- তাপ বর্জন করে বাস্পীয় হিমায়ক তরলে পরিনত করাই কনডেনসারের কাজ।
৩। ড্রায়ার/ ফিল্টার:- অনাকাঙ্ক্ষিত ময়লা পরিষ্কার করাই ফিল্টারের কাজ।
৪। ক্যাপিলারি টিউব:- তরল হিমায়কের চাপ কমাই এবং ইভাপরেটরের চাহিদা অনুযায়ী প্রেরন করাই ক্যাপিলারি টিউবের কাজ।

৫। ইভাপরেটর:- চেম্বারে অথবা আস পাস হতে  তাপ গ্রহন করে তরল হিমায়ক বাস্পীয় রূপ ধারণ করাই ইভাপরেটরের কাজ। 

No comments: