About Me

My photo
Rangpur, Islam , Bangladesh

4 Oct 2022

মটর। motor

 অধ্যায়-১


মটর 

Motor


১.১ মটর (Motor)

যে মেশিন বৈদ্যুতিক শক্তি গ্রহণ করে যান্ত্রিক শক্তি উৎপন্ন করে তাকে মটর বলে। বৈদ্যুতিক চুম্বকের আকর্ষণ ও বিকর্ষণকে কাজে লাগিয়ে মটর চালানো হয়।

১.২ মটর চলার মূল নীতি (Motor Action Principle)


চিত্র ১.১-এ বাইরের স্থির চুম্বক ও ভিতরের ঘুরন্ত চুম্বকের একই মেরুত্বের জন্য ঘূর্ণন পথের এক চতুর্থাংশ বিকর্ষণ জনিত কারণে এবং পরবর্তী এক চতুর্থাংশ আকর্ষণ জনিত কারণে ঘুরে আসে। এ সময় যদি মেরু পরিবর্তন করা যায় তাহলে পূর্বের বিকর্ষণ ও আকর্ষণ আবার চলতে থাকে। মেরু পরিবর্তন করা এসি মোটরের জন্য খুবই সহজ। এসি সরবরাহে প্রতি সাইকেলে মোটরের কয়েলের মেরতে পরিবর্তন সংঘটিত হয়। ফলে মটরের স্যাট অনবরত ঘুরতে থাকে।

চিত্র ১.১ : মটর চলার মূল নীতি

৩.৩ মোটরের শ্রেণী বিভাগ (Classification of Motor)


মটরকে বেশ কয়েক ভাগে ভাগ করা হয়েছে। প্রধান শ্রেণী বিভাগগুলো উল্লেখ করা হল-


(ক) বিদ্যুৎ ব্যবহারের দিক থেকে

 ১। ডিসি মটর (DC Motor) 

 ২। এসি মটর (AC Motor)


(খ) সরবরাহ ফেইজের দিক থেকে 

১। সিঙ্গল ফেইজ মটর (Single Phase Motor) 

২। পলি ফেইজ মটর (Poly Phase Motor)

  অ) থ্রি ফেইজ (অধিক ব্যবহৃত) 

  আ) বহু ফেইজ (বিশেষ ব্যবহৃত)


(গ) রোটরে বিদ্যুৎ সরবরাহের দিক থেকে

 ১। স্কুয়িরেল ক্যাজ মটর (Squirel Case Motor) 

২। ওআউড রোটর মটর (Wound Rotor Motor)

১.৪ ডিসি মটর (DC Motor)


যে সব মটর ডিসি সরবরাহে চলে সেগুলোকে ডিসি মটর বলে। ডিসি মটরে ফিল্ড কয়েল ও রোটর কয়েলে বো


আর্মেচারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। রোটরে বিদ্যুৎ সরবরাহ করার জন্য কার্বন প্রাশ ব্যবহৃত হয়।


১.৫ ডিসি মটরের শ্রেণী বিভাগ (Classification of DC Motor)


ফিল্ড কয়েল ও রোটর করেল সংযোগের উপর ভিত্তি করে ডিসি মটরকে তিন ভাগে ভাগ করা হয়েছে।


(ক) সিরিজ মটর (Series Motor)

এ মটরে ফিল্ড কয়েল ও আর্মেচার সিরিজে সংযোগ থাকে বলে একে সিরিজ মটর বলে। ছোট মটরে এ ব্যবস্থা অধিক ব্যবহৃত হয় ।


চিত্র ১.২ সিরিজ মটর

(খ) সান্ট মটর (Shunt Motor)

অপেক্ষাকৃত বড় ও অধিক ঘূর্ণন বলে প্রয়োজনে আর্মেচার কয়েল ও স্ট্যাটর কয়েল প্যারালালে সংযোগ করলে তাকে সান্ট মটর বলে।

চিত্র ৩.৩: সান্ট মটর


(গ) কম্পাউন্ড মটর (Compound Motor)


ফিল্ড কয়েলের সাথে আর্মেচার কয়েল যদি সিরিজ ও প্যারালালে সংযোগ থাকে তাহলে তাকে সিরিজ প্যারালাল বা কম্পাউন্ড মোটর বলে। নিরাপদে চালু ও চলনের সময় অধিক ঘূর্ণন বল পাওয়ার জন্য এ ব্যবস্থা করা হয়।


চিত্র ৩.৪ : কম্পাউন্ড মটর



No comments: