ফ্যানের গতি কম বেশি করলে কি বিদ্যুৎ বিল একই আসবে নাকি কম বেশি হবে?❤
এটা খুব কমন প্রশ্ন। কিন্তু উত্তর আলাদা আলাদা দেখা যায়। আমি যখন বেসিক ইলেকট্রিসিটি পড়েছিলাম, তখন সেখানে লেখা ছিল, ফ্যান জোরে বা আস্তে ঘুরুক না কেন, বিদ্যুৎ বিল একই আসবে। এমনকি বিসিএস এর প্রিলিমিনারি বই এর প্রশ্ন সমাধানেও এই একই উত্তর ছিল। এখন মূল বিষয় হলো, উত্তরটি ঠিক আবার ঠিক ও না।
এর উত্তর জানতে হলে, আমাদের বেসিক কিছু বিষয় জানতে হবে।
ফ্যানের রেগুলেটর সাধারনত দুই ধরনের হয়। ইলেকট্রিক রেগুলেটর ও ইলেকট্রনিক্স রেগুলেটর। ইলেকট্রিক্যাল রেগুলেটর এ একটি কয়েল ব্যবহার করা হয়। যার রেজিস্ট্যান্স কম বেশি করে ফ্যানের কারেন্ট কে নিয়ন্ত্রন করা হয়। এক্ষেত্রে ফ্যানের রেগুলেটর একটি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের মত কাজ করে। ইলেকট্রনিক্স রেগুলেটর এ এই একই কাজ করা হয়। কিন্তু কয়েলের পরিবর্তে থাইরিষ্টর বা বিভিন্ন রকমের ডায়োড, রেজিস্টর ইত্যাদি ব্যবহার করে কারেন্ট কমানো হয়।
এখন, দেখা যাচ্ছে, দুই ক্ষেত্রেই কারেন্ট কমাতে হয়। কারন কারন্টের উপর টর্ক নির্ভর করে, টর্কের উপর গতি নির্ভর করে। তাই কারেন্ট কমানোই টা মূল বিষয়। কারেন্ট কম বেশি হলে পাওয়ার কম বেশি হবে। পাওয়ার কম বেশি হলে বিদ্যুৎ বিলের ও তারতম্য হবে।
যদি আমরা ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করে ফ্যানের গতি নিয়ন্ত্রন করি এবং এর সাথে একটি অ্যামিটার সিরিজে সংযুক্ত করি, তবে আমরা কারেন্টের পরিবর্তনটা খুব সহজেই বুঝতে পারবো। কিন্তু ইলেকট্রিক্যাল রেগুলেটর কয়েলের উপর নির্ভর করে কাজ করে। ফলে কয়েলের রেজিস্ট্যান্সের কারনে এতে পাওয়ার অপচয় হয়। তাই বলা হয়, ফ্যানের গতি কম বেশি করলেও বিদ্যুৎ বিল একই থাকে।
কিন্তু ইলেকট্রনিক রেগুলেটর এ কোন কয়েল থাকেনা। আর ইলেকট্রনিক কম্পোনেন্টের পাওয়ার অপচয় খুব নগন্য। তাই ইলেকট্রনিক রেগুলেটরে ফ্যানের গতি কম বেশি করলে কারেন্ট কম বেশি হয়, ফলে পাওয়ার অপচয় কম বেশি হয়। ফলে বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও কম বেশি হয়।
মতামত দিন
No comments:
Post a Comment