About Me

My photo
Rangpur, Islam , Bangladesh

28 Sept 2022

ফ্রিজের টাইমার মটর

 রেফ্রিজারেটর এর টাইমার কি ভাবে পরিক্ষা করব?❤👧

সমাধানঃ সাধারণত নন-ফ্রস্ট রেফ্রিজারেটরে হিটার চালু করার জন্য টাইমার মটর ব্যবহার করা হয়। টাইমার মটরটি ব্যবহারের পূর্বে তা সচল আছে কিনা তা দেখে নেওয়া প্রয়োজন। আমরা জানি টাইমারের মটরের চারটি পিন এর মধ্যে দুটি কানেকশন  মটরের নেগেটিভ পজিটিভ লাইন রয়েছে, আর একটি(১)কম্প্রেসর  কানেকশন লাইন, আর একটি (২)হিটারে কানেকশন লাইন।

টাইমারের ভিতরে দুটি অংশ থাকে। যথাঃ ১। ইলেকট্রিক্যাল অংশ, ২। মেকানিক্যাল অংশ।

 একটি টাইমারকে সম্পূর্ণ রূপে সচল বলতে গেলে তার ভিতরের দুটি অংশই পরীক্ষা করে দেখতে হবে।

প্রথমত টাইমারের ইলেকট্রিক্যাল

অংশ পরীক্ষা করতে হলে টাইমারের কানেকশন লাইন ১ ও ৩ নং পিনের  সাথে অ্যাভোমিটার সংযুক্ত করে ওহমস পরিমাপ করতে হবে। যদি অ্যাভোমিটারটি ওহমস এর পাঠ দেয় তবে বুঝতে হবে টাইমারের ভিতরে ইলেকট্রিক্যাল অংশ সঠিক রয়েছে।

এবার আমাদের দেখতে হবে যে

টাইমারের মেকানিক্যাল অংশটি সঠিক অছে কিনা, মেকানিক্যাল অংশ পরীক্ষা করার জন্য টাইমার টির হিটার কানেকশন লাইন চালু করে ইলেকট্রিক্যাল অংশে পাওয়ার সাপ্লাই দিয়ে চালু করতে হবে। কিছু সময় অপেক্ষা করার পর অ্যাভোমিটার দ্বারা চেক করে দেখতে হবে টাইমারটি কম্প্রেসর লাইনে সংযোগ পেয়েছে কিনা। যদি টাইমারটি কম্প্রেসর লাইনে সংযোগ পায় তবে বুঝতে হবে এর মেকানিক্যাল অংশটি সঠিক রয়েছে। উপরের দুটি পরীক্ষণ সঠিক ভাবে সম্পন্ন হলে বুঝতে হবে টাইমারটি সচল

রয়েছে।

টাইমার




মতামত দিন

No comments: