About Me

My photo
Rangpur, Islam , Bangladesh

8 Oct 2022

Cooling

 কুলিং অ্যাপলায়েন্সেস

 Cooling Appliances


যে যন্ত্রের সাহায্যে কোন দ্রব্যকে ঠাণ্ডা করা যায় তাকেই কুলিং অ্যাপলায়েন্স বা হিমায়ন যন্ত্র বলা হয় । রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিংয়ে অনেক ধরনের হিমায়ন যন্ত্র আছে। এগুলোকে প্রধানত কয়েকটি ভাগে তা হলো-




(ক) আবাসিক হিমায়ন যন্ত্র 

(খ) বাণিজ্যিক হিমায়ন যন্ত্র

(গ) শিল্প সংক্রান্ত হিমায়ন যন্ত্র 

(ঘ) প্রাতিষ্ঠানিক হিমায়ন যন্ত্র


আবাসিক হিমায়ন যন্ত্র কয়েক ভাগে ভাগ করা যায় । যেমন :

(ক) আবাসিক শীতক বা ডমেস্টিক রিফ্রিজারেটর ফ্রিজার

(খ) আবাসিক চেস্ট ফ্রিজার

(গ) উইন্ডো টাইপ এয়ারকন্ডিশনার 

(ঘ) স্প্লিট টাইপ এয়ারকন্ডিশনার


বাণিজ্যিক হিমায়ন যন্ত্র কয়েক ভাগে ভাগ করা যায় । যেমন :

(ক) চেস্ট ফ্রিজার

(খ) বিভারেজ কুলার

(গ) ওয়াটার ডিসপেনসার

(ঘ) ওয়াটার কুলার

(ঙ) ডিসপ্লে ফ্রিজার

(চ) ডিসপ্লে রিফ্রিজারেটর

(ছ) উইন্ডো টাইপ এয়ারকন্ডিশনার

(জ) স্প্লিট টাইপ এয়ারকন্ডিশনার

(ঝ) কোল্ড রুম

(ঞ) ওয়াক ইন কুলার

(ট) ওয়াক ইন ফ্রিজার

(ঠ) রিফ্রিজারেটেড ভেন্ডিং মেশিন

(ড) ব্লাড ব্যাংক

(ঢ) প্যাকেজ টাইপ এয়াকন্ডিশনার (আউটডোর প্যাকেজ)

(ণ) কনসোল টাইপ এয়ারকন্ডিশনার (ইনডোর প্যাকেজ)

(ত) বাস, কার, রেল ও নৌযান শীতাতপ নিয়ন্ত্রণ

(থ) আইস মেকার

(দ) কোন আইস মেকার


শিল্প সংক্রান্ত হিমায়ন যন্ত্র কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন :

(ক) রেসিপ্রোকেটিং ওয়াটার চিলার 

(খ) ক্রু টাইপ ওয়াটার চিলার

(গ) আইস প্ল্যান্ট

(ঘ) কোল্ড স্টোরেজ

(ঙ) মিট ফ্রোজেন স্টোরেজ

(চ) ফিস ফ্রোজেন স্টোরেজ

(ছ) ফুড প্রসেসিং কুলিং প্ল্যান্ট

(জ) ডাইরি রিফ্রিজারেশন

(ঞ) ক্যান্ডি রিফ্রিজারেশন

(ট) ইন্ডাস্ট্রিয়াল এয়ারকন্ডিশনিং প্ল্যান্ট


প্রাতিষ্ঠানিক হিমায়ন যন্ত্র কয়েক ভাগে ভাগ করা যায় । যেমন :


(ক) হাসপাতালে :

(১) ব্লাড ব্যাংক

(২) হাসপাতালে সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং প্ল্যান্ট

(৩) উইন্ডো/ স্প্লিট টাইপ এয়ারকন্ডিশনার

(৪) ওয়াটার কুলার ইত্যাদি

(৫) বিশেষায়িত বা স্পেশালাইজড ফ্রিজার (গবেষণা ও সংরক্ষণের জন্য)


(খ) শিক্ষা প্রতিষ্ঠানে :

(১) ওয়াটার কুলার / রিফ্রিজারেটর-ফ্রিজার

(২) উইন্ডো/ স্প্লিট টাইপ এয়ারকন্ডিশনার 

(৩) সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং প্ল্যান্ট


(গ) অফিসেঃ

(১) ওয়াটার কুলার/ রিফ্রিজারেটর-ফ্রিজার

(২) উইন্ডো/ স্প্লিট টাইপ এয়াকন্ডিশনার

(৩) সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং প্ল্যান্ট

No comments: