About Me

My photo
Rangpur, Islam , Bangladesh

24 Oct 2022

এসি মটর

 এসি মটর (AC Motor)

যে সব মটর এসি সরবরাহে চলে সেগুলোকে এগি মটর বলে ।

 

এসি মটরের শ্রেণী বিভাগ (Classification of AC Motor)


বিভিন্ন ধরনের এসি মটর সম্বন্ধে আলোচনা করা হলো।


 সিঙ্গল ফেইজ এসি ইন্ডাকশন মটর (Single Phase AC Induction Motor)


যে সমস্ত মটরে সিঙ্গল ফেইজ (একটি ফেইজ ও একটি নিউট্রেল) অল্টারনেটিং কারেন্ট সরবরাহ করে মটর চালানে হয় সেগুলোকে এসি ইন্ডাকশন মটর বলে । এ ধরনের মটর অনেক ধরনের হয়: 

(ক) স্প্লিট ফেইজ মটর (Split Phase Motor) 

(খ ) ক্যাপাসিটর স্টার্ট মটর (Capacitor Start Motor)

(গ) ক্যাপাসিটর রান মটর (Capacitor Run Motor )

(ঘ) ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান মটর (Capacitor Start & Run Motor) 

(ঙ) শেডেড পোল মটর (Shaded Pole Motor)

(চ) রেসিস্ট্যান্স স্টার্ট মটর (Resistance Start Motor)

(ছ) ইউনিভার্সাল বা সিরিজ মটর (Universal or Series Motor) 

(জ) হাই পারফরমেন্স মটর (High Performance Motor)


(ক) স্প্লিট ফেইজ মোটর (Split Phase Motor))


স্প্লিট ফেইজ মোটরে দুধরনের ওআইন্ডিং থাকে। রানিং ওআইন্ডিং যা মোটা তারে বাইরের দিকে এবং স্টাটিং ওআইন্ডিং যা চিকন তারে ভিতরের দিকে বসানো থাকে। রানিং ওআইন্ডিং এর রোধ স্টার্টিং ওআইন্ডিং এর চেয়ে কম থাকে । মটর চালু করার মুহূর্তে উভয় উইন্ডিং দিয়ে কারেন্ট প্রবাহিত হয় । চালু হওয়ার সাথে সাথে স্টার্টিং ওয়াইডিং এর লাইন কারেন্ট কয়েল রিলে বা সেন্ট্রিফিউগ্যাল সুইচের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়। মটর সিল্ড টাইপ হলে কারেন্ট কয়েল রিলে এবং ওপেন টাইপ হলে সেন্ট্রিফিউগ্যাল সুইচ ব্যবহৃত হয় ।

চিত্র- ৩.৫ : স্প্লিট ফেইজ মটর


(খ) ক্যাপাসিটর স্টার্ট মটর (Capacitor Start Motor)


ক্যাপাসিটির স্টার্ট মটরের স্টার্টিং কয়েলের সাথে সিরিজ একটি স্টার্টিং ক্যাপাসিটর সংযোগ থাকে। মটর চালু হওয়ার পর বিলে বা সেন্ট্রিফিউগ্যাল সুইচের মাধ্যমে ক্যাপাসিটর সার্কিট অফ করা হয়। মটর আকারে একটু বড় হলে বা মোটর রিওআইন্ডিং করা হলে বা লো ভোল্টেজ এলাকায় চালু করতে বা বুস বিয়ারিং ক্ষয় হলে স্প্লিট ফেইজ মটরকে ও স্টার্ট ক্যাপাসিটর লাগিয়ে চালানো যায়। আর কেউ কেউ এ ধরনর মোটরকে ক্যাপাসিটর স্টার্ট (CSIR) ইন্ডাকশন রানিং মোটর বলে।




চিত্র ৩.৬ ক্যাপাসিটর স্টার্ট মটর


এ ধরনের মটর ক্ষমতায় ১২৫ থেকে ৭৫০ ওয়াট হয়ে থাকে। বড় রিফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, ওয়াটার কুলার, আইস


মেকার ইত্যাদি রিফ্রিজারেটিং যন্ত্রে এ ধরনের মটর ব্যবহৃত হয়। 


(গ) ক্যাপাসিটর রান মটর (Capacitor Run Motor)


ক্যাপাসিটর রান মটরে একটি রান ক্যাপাসিটর স্টার্টিং ওয়াইন্ডিং এর সাথে সিরিজে সংযোগ থাকে। এ ক্যাপাসিটর


সার্বক্ষণিক লাইনে থাকে। ক্যাপাসিটর সর্বক্ষণ লাইনে থাকে বলে এ ধরনের মটরকে ক্যাপাসিটর রান বা পারমানেন্ট


ক্যাপাসিটর মটর বলে । ক্যাপাসিটর রান মটর ব্যাপক ব্যবহৃত হয়। সিলিং ফ্যান, টেবিল ফ্যান, পেডেস্টাইল ফ্যান, একজস্ট ফ্যান, এয়ারকুলারের ব্রোয়ার মটর, কমপ্রেসর মটর ইত্যাদি আরও অনেক ক্ষেত্রে এ ধরনের মটর ব্যবহৃত হয়। ব্যাপক ব্যবহৃত এ মটর ক্ষমতায় ৫০ থেকে ২০০০ ওয়াট হতে পারে।



চিত্র ৩.৭ ক্যাপাসিটর রান মটর



No comments: